শেখ মুজিব যদি এখন বেঁচে থাকতেন তাহলে কি ফেসবুক বন্ধ করে দিতেন?

লিখেছেন লিখেছেন ফুলের গন্ধে ঘুম আসে না ২৪ মে, ২০১৩, ০২:০১:৪৬ রাত

‘বোরকা পরলে উদয়ন থেকে বের করে দেওয়া হবে’ নিউজটা প্রথমে বিশ্বাস করে উঠতে পারিনি। বাংলাদেশে আছি তো? নাকি ইংল্যান্ডে? কিন্তু এই মাহবুবা খানম কল্পনা আবার কে? পত্রিকায় পড়েছিলাম,জনপ্রিয় মেয়র লোকমান হত্যাকান্ডে রাজু ও তার ভাইয়ের হাত রয়েছে। ম্যাডাম কি সেই রাজুর স্ত্রী? তাহলে জামা বা হাত কাটা তো মামুলি ব্যাপার মাত্র। আরও বড় কিছু হলেও কিছু হতো না এ দেশে। রাজুর বউ বলে একটা কথা আছে না?

অবাক হই, ইভটিজিং রোধে যখন সারা জাতি বন্ধপরিকর, তখন আপনার মতো দু’একজন শিক্ষক-শিক্ষিকা বেহায়াপনা, পতিতাবৃত্তি শিক্ষা দানে মেয়েদের বাধ্য করছেন? ছিঃ মাহবুবা ছিঃ।

হেফাজত দেখি এখনও আছে। নতুন করে আবার হাক-ডাক শুরু করেছে। বাবারা আর যাই করেন না কেন পারলে মারতে আইসেন মরতে আইসেন না।

‘আপত্তিকর’ মন্তব্য বা ছবি যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না পায়, সে জন্য তা নিয়ন্ত্রণের কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। খুব হাসি পেল। সরকার কি শেষ পর্যন্ত ফেসবুকও বন্ধ করে দিতে চাচ্ছেন? সরকার ‘আপত্তিকর’ বলতে কী বুঝাতে চাচ্ছেন? শেখ মুজিব প্রেসিডেন্ট হওয়ার পর দু’একটা পত্রিকা ছাড়া বাকি সব পত্রিকা বন্ধ করে দেন। বাপ কা বেটী ছিপাহী কি ঘোড়া তো সে দিকেই এগুচ্ছেন।

আচ্ছা, শেখ মুজিব যদি এখন থাকতেন তাহলে কি ফেসবুক বন্ধ করে দিতেন?

বিএনপি’র খোকাবাবু বলেছেন, ১৮ দলীয় জোট আমাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। খোকা বাবু ঘাবরায়েন না। যা বুঝার আমরা তা বুঝে নিয়েছি। আচ্ছা, বাবু বলতে পারেন-ধর্মের ধ্বজাধারী কারে কয়?

সাড়া দিন বেশ বৃষ্টি হলো। কাদা-মাটিতে মানুষের পথ চলা যেমন কষ্ট পেহাতে হচ্ছে তেমনি দুঃখ হচ্ছে আমাদরে অর্থনীতীকে সঞ্চয়কারী কৃষক ভাইদের জন্য। বৃষ্টির কারণে অনেক ফসল এবার ঘরে উঠবে না। আল্লাহ তুমি তাদের সহায় থেকো।

বিষয়: বিবিধ

১৬৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File